গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক বলেছেন, আওয়ামী লীগের স্বতন্ত্র খেলার নির্বাচনের হলফনামায় দেখা যায়, একেকজন বিনা ভোটে এমপি হয়ে শূন্য থেকে হাজার কোটি টাকার মালিক হয়েছেন। এ কারণেই নায়ক-গায়ক, ব্যবসায়ী সবাই নৌকার টিকিটে এমপি হতে চান। জনগণের অর্থ খরচ করে ৭ জানুয়ারি ডামি প্রার্থীর ভুয়া নির্বাচন হতে দেওয়া হবে না।
আজ বুধবার দুপুরে রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকের মোড়ে এক সংক্ষিপ্ত সমাবেশে নুরুল হক এসব কথা বলেন। এর আগে নির্বাচনী তফসিল বাতিল, সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে ডাকা অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে সংক্ষিপ্ত সমাবেশ করে গণ অধিকার পরিষদ।
এ সময় দলের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান বলেন, ‘আমরা সাংবিধানিক অধিকারবলে সভা–সমাবেশ করছি। নির্বাচন কমিশন কর্তৃক কালো আইন করে গণতান্ত্রিক আন্দোলন বন্ধ করা যাবে না।’
সমাবেশ সঞ্চালনা করেন গণ অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদের আবু হানিফ, শাকিল উজ্জামান, শহিদুল ইসলাম, আবদুজ জাহের, রবিউল হাসান প্রমুখ।