নিজস্ব প্রতিবেদক : যশোরের চৌগাছার পল্লীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে যেয়ে পিতা-পুত্রের মৃত্যুর ঘটনা ঘটেছে। ১৬ আগস্ট ২০২১ ইং সোমবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার সিংহঝুলি গ্রামে এদুর্ঘটনা ঘটে। ট্যাংকের ভিতর জমা বিষক্ত গ্যাসে তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা পুলিশ ও ফায়ার সার্ভিসের।
নিহতরা হলেন, চৌগাছা দক্ষিণ কয়ারপাড়া গ্রামের গিরীন্দিরের ছেলে মধু দাস (৪৬) ও তার ছেলে সাগর দাস (২৫)। তারা সিংহঝুলি গ্রামের হাদিউজ্জামানের বসতবাড়ির সেপটিক ট্যাংক পরিস্কার করতে যেয়ে মর্মান্তিক এদুর্ঘটনার শিকার হন।
নিহতের স্বজনরা জানান, সকালে গিরীন্দির ও তার ছেলে জনৈক হাদিউজ্জামানের বাড়ির সেপটিক ট্যাংক পরিষ্কার করার চুক্তি নেন। এরপর প্রথমে মধু দাস ট্যাংকার ভেতরে নামেন। কিন্তু বেশ কিছু সময় তার কোন সাড়া না পেয়ে তার ছেলে সাগর দাসও ওই ট্যাংকে নামে তারও কোনো সাড়াশব্দ না পেয়ে।
বিষয়টি বাড়ির লোকজনের সন্দেহ হয়। তাৎক্ষনিক স্থানীয় ফায়ার সার্ভিসকে খবর দিলে একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে এসে পিতা-পুত্রের মৃতদেহ উদ্ধার করে। পরে পুলিশ মৃতদেহ দুটি ২৫০ শয্যা যশোর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।