নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনিবুর রহমানের সরকারি বাসভবনে হামলার ঘটনায় ইউএনও ও পুলিশের উপ-পরিদর্শক শাহজালাল দুটি পৃথক মামলা করেছেন। যার প্রত্যেকটিতেই প্রধান আসামি করা হয়েছে বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহকে।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) আলী আশরাফ মিঞা গণমাধ্যমকে জানান, বুধবার রাতে সরকারি বাসভবনে হামলা, ভাঙচুরের অভিযোগ এনে ইউএনও মো. মুনিবুর রহমান বাদি হয়ে ২৮ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ৭০-৮০ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন। একই ঘটনায় সরকারি কাজে বাধা, জনগণের ওপর হামলা ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক শাহ জালাল মল্লিক বাদি হয়ে আরও একটি মামলা করেছেন।
পুলিশের একটি সূত্র বলছে, কোতোয়ালি মডেল থানায় যে দুটি মামলা দায়ের হয়েছে তার প্রত্যেকটিতেই প্রধান তথা হুকুমের আসামি করা হয়েছে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়রকে।