বিবেক।। গত বুধবার থেকে নিয়ন্ত্রণ হারিয়ে সাগরে ভাসমান একটি মাছধরার বোট হতে ১৫ জন জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড। বুধবার দুপুর থেকে জেলেদের নৌকার ইন্জিন বিকল হয়ে যাওয়ায় নৌকাটি নিয়ন্ত্রণ হারিয়ে সাগরে ভাসতে থাকে। মোবাইল নেটওয়ার্কের আওতার বাইরে থাকায় তাদের বিপদের কথা কাউকে জানাতে পারেনি তারা।অতঃপর বৃহস্পতিবার সন্ধ্যায় তাদের নৌকাটি নেটওয়ার্কের আওতায় এলে, ইব্রাহিম নামের একজন জাতীয় জরুরী সেবা নং ৯৯৯ এ ফোন করে তাদের বিপদের কথা জানায়।
৯৯৯ থেকে বিষয়টি তাৎক্ষণিকভাবে কোস্টগার্ড নিয়ন্ত্রণকক্ষে জানানো হয়।পরবর্তীতে ভাসানচর হতে কোস্টগার্ডের একটি উদ্ধারকারী দল দ্রুত জেলেদের উদ্ধারে রওনা দেয়। সন্ধ্যা সাড়ে ছয়টার পর কোস্টগার্ডের জাহাজ বিকল নৌকাটির অবস্হান শানাক্ত করে উদ্ধার তৎপরতা শুরু করে। পরবর্তীতে বিকল নৌযানসহ ১৫ জন জেলেকে নিরাপদে ভাসানচর কোস্টগার্ড স্টেশনে নিয়ে আসে।