সংবাদদাতা।। যশোর জেলার চৌগাছা থানার এসআই এনামুল হক ও এএসআই সাইদুল ইসলাম দিনমজুরের ছদ্মবেশে হাসান আলী (৩০) নামের এক সাজাপ্রাপ্ত পালাতক আসামি’কে আটক করেছে।
আটক হাসান আলী চৌগাছা উপজেলার নারায়নপুর ইউনিয়নের মাঙ্গিরপাড়া গ্রামের আব্দুল মুজিদের ছেলে।
১৪ আগস্ট শনিবার গ্রামের পান্তার মাঠে ক্ষেতে কাজ করার সময় তাকে আটক করে ছদ্মবেশী পুলিশ সদস্যরা।
চৌগাছা থানা পুলিশের উপ-পরিদর্শক সাইদুল ইসলাম জানান, হাসান আলীর বিরুদ্ধে চৌগাছা থানায় মাদক, পুলিশ ওপর হামলা, মারামারি, চোরাকারবারি সহ ৬টি মামলা রয়েছে। সম্প্রতি তার বিরুদ্ধে গ্রামের একজন কৃষকের দু’বিঘা জমির গাছ কেটে দেয়ার অভিযোগ করেছেন। তাকে একটি মাদক মামলায় কারাদণ্ড দিয়েছে আদালত। তারপর থেকে পালাতক ছিলেন হাসান আলী। জানাগেছে, নিজেকে আত্মগোপনে রেখে সকল অপকর্ম চালিয়ে আসছিলেন। হাসান এলাকার চিহ্নিত মাদককারবারী। পূর্বে তাকে আটক করতে পুলিশ অনেকবার অভিযান চালিয়েছে। কিন্তু কাউকে শার্ট-প্যান্ট পরা দেখলেই পালিয়ে যেত চতুর এই হাসান।
চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম সবুজ আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, দিনমজুরের ছদ্মবেশ ধারণ করে পুলিশ শনিবার সকালে হাসান আলীকে আটক করে। বিচারিক আদলতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।