1. sufalcse55@gmail.com : Sufal Kumar : Sufal Kumar
  2. admin@worldvoice24.com : World Voice24 : World Voice24
বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০১:৩৭ পূর্বাহ্ন
Thu, 21 November 2024, 01:37 AM

মনোনয়ন পেলেননা আওয়ামী লীগের ৭১ সংসদ সদস্য

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩
  • ২৪৮ বার পড়া হয়েছে

আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হওয়া ৭১ জন সংসদ সদস্য এবার দলটির মনোনয়ন পাননি। আজ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেছে আওয়ামী লীগ। ঘোষিত তালিকা পর্যালোচনা করে দেখা গেছে, ২৬২ জন দলীয় সংসদ সদস্যের মধ্যে ১৯০ জন আবার দলের মনোনয়ন পেলেও বাদ পড়েছেন ৭১ জন সংসদ সদস্য।

যেসব সংসদ সদস্য মনোনয়ন পাননি

১. পঞ্চগড়–১ আসনে বর্তমান সংসদ সদস্য মাজহারুল হক প্রধান মনোনয়ন পাননি, তাঁর জায়গায় নাঈমুজ্জামান ভূঁইয়াকে মনোনয়ন দেওয়া হয়েছে, ২. ঠাকুরগাঁও–২ আসনে দবিরুল ইসলাম বাদ পড়েছেন, তাঁর জায়গায় এসেছেন মাজহারুল ইসলাম, ৩. রংপুর–৫ আসনে এইচ এন আশিকুর রহমানের জায়গায় তাঁর ছেলে রাশেদ রহমানকে মনোনয়ন দেওয়া হয়েছে, ৪. কুড়িগ্রাম–৩ আসনে এম এ মতিনের জায়গায় সৌমেন্দ্র প্রসাদ পান্ডেকে মনোনয়ন দেওয়া হয়েছে, ৫. কুড়িগ্রাম–৪ আসনে জাকির হোসেনের জায়গায় বিপ্লব হাসান, ৬. গাইবান্ধা–৪ আসনে মনোয়ার হোসেন চৌধুরীর জায়গায় আবুল কালাম আজাদ, ৭.বগুড়া–৫ আসনে হাবিবর রহমানের জায়গায় মজিবুর রহমান (মজনু), ৮. নওগাঁ–৩ আসনে ছলিম উদ্দিন তরফদারের জায়গায় সৌরেন্দ্র নাথ চক্রবর্ত্তী, ৯. নওগাঁ–৪ আসনে মুহাম্মদ ইমাজ উদ্দিন প্রামাণিকের জায়গায় নাহিদ মোর্শেদ, ১০. রাজশাহী–৩ আসনে আয়েন উদ্দিনের জায়গায় মোহা. আসাদুজ্জামান আসাদ, ১১. রাজশাহী–৪ আসনে এনামুল হকের জায়গায় আবুল কালাম আজাদ, ১২. রাজশাহী–৫ আসনে মনসুর রহমানের জায়গায় আবদুল ওয়াদুদ, ১৩. সিরাজগঞ্জ–২ আসনে হাবিবে মিল্লাতের বদলে মোছা. জান্নাত আরা হেনরী, ১৪. সিরাজগঞ্জ–৪ আসনে তানভীর ইমামের জায়গায় শফিকুল ইসলাম, ১৫. সিরাজগঞ্জ–৬ আসনে মেরিনা জাহান কবিতার জায়গায় তাঁর ভাই চয়ন ইসলাম, ১৬. পাবনা–৪ আসনে নুরুজ্জামান বিশ্বাসের জায়গায় গালিবুর রহমান শরীফ, ১৭. মেহেরপুর–২ আসনে সহিদুজ্জামান খোকনের বদলে আবু সালেহ মোহাম্মদ নাজমুল হক, ১৮.ঝিনাইদহ–৩ আসনে শফিকুল আজম খানের জায়গায় সালাহ উদ্দিন মিয়াজী, ১৯. যশোর–২ আসনে নাসির উদ্দিনের জায়গায় মো. তৌহিদুজ্জামান, ২০. যশোর–৪ আসনে রণজিত কুমার রায়ের জায়গায় এনামুল হক বাবু, ২১. মাগুরা–১ আসনে সাইফুজ্জামান শিখরের জায়গায় ক্রিকেটার সাকিব আল হাসান, ২২. বাগেরহাট–৪ আসনে আমিরুল আলম মিলনের জায়গায় এইচ এম বদিউজ্জামান সোহাগ, ২৩. খুলনা–১ আসনে পঞ্চানন বিশ্বাসের জায়গায় ননী গোপাল বিশ্বাস, ২৪. খুলনা–৩ আসনে বেগম মন্নুজান সুফিয়ানের জায়গায় এস এম কামাল হোসেন, ২৫. খুলনা–৬ আসনে আক্তারুজ্জামান বাবুর বদলে মো. রশীদুজ্জামান, ২৬.সাতক্ষীরা–২ আসনে মীর মোস্তাক আহমেদ রবির জায়গায় আসাদুজ্জামান বাবু, ২৭. সাতক্ষীরা–৪ আসনে এস এম জগলুল হায়দারের জায়গায় এস এম আতাউল হক, ২৮. বরগুনা–২ আসনে শওকত হাচানুর রহমান রিপনের জায়গায় সুলতানা নাদিরা, ২৯. বরিশাল–২ আসনে শাহে আলমের বদলে তালুকদার মো. ইউনুস, ৩০. বরিশাল–৪ আসনে পংকজ নাথের জায়গায় শাম্মী আহমেদ, ৩১. টাঙ্গাইল–৩ আসনে আতোয়ার রহমান খানের জায়গায় কামরুল হাসান খান, ৩২. টাঙ্গাইল–৪ আসনে মোহাম্মদ হাছান ইমাম খানের বদলে মোজহারুল ইসলাম তালুকদার, ৩৩. টাঙ্গাইল–৫ আসনে ছানোয়ার হোসেনের জায়গায় মামুন–অর–রশিদ, ৩৪. টাঙ্গাইল–৮ আসনে জোয়াহেরুল ইসলামের জায়গায় অনুপম শাহজাহান জয়, ৩৫. জামালপুর–১ আসনে আবুল কালাম আজাদের জায়গায় নূর মোহাম্মদ, ৩৬. জামালপুর–৪ আসনে মুরাদ হাসানের বদলে মাহবুবুর রহমান, ৩৭. জামালপুর–৫ আসনে মোজাফফর হোসেনের জায়গায় আবুল কালাম আজাদ, ৩৮. শেরপুর–৩ আসনে এ কে এম ফজলুল হকের জায়গায় এ ডি এম শহিদুল ইসলাম, ৩৯. ময়মনসিংহ–৩ আসনে নাজিম উদ্দিন আহমেদের জায়গায় নিলুফার আনজুম, ৪০. ময়মনসিংহ–৫ আসনে কে এম খালিদের জায়গায় আবদুল হাই আকন্দ, ৪১. ময়মনসিংহ–৯ আসনে আনোয়ারুল আবেদীন খানের জায়গায় আবদুস সালাম, ৪২. নেত্রকোনা–১ আসনে মানু মজুমদারের জায়গায় মোশতাক আহমেদ রুহী, ৪৩. নেত্রকোনা–৫ আসনে ওয়ারেসাত হোসেন বেলালের জায়গায় আহমদ হোসেন, ৪৪. কিশোরগঞ্জ–২ আসনে নূর মোহাম্মদের জায়গায় আবদুল কাহার আকন্দ, ৪৫. মানিকগঞ্জ–১ আসনে নাইমুর রহমান দুর্জয়ের জায়গায় আবদুস সালাম, ৪৬. ঢাকা–৫ আসনে কাজী মনিরুল ইসলাম মনুর জায়গায় হারুনর রশীদ মুন্না, ৪৭. ঢাকা–৭ আসনে হাজী সেলিমের জায়গায় তাঁর ছেলে মোহাম্মদ সোলায়মান সেলিম, ৪৮. ঢাকা–১০ আসনে শফিউল ইসলাম মহিউদ্দিনের জায়গায় ফেরদৌস আহমেদ, ৪৯. ঢাকা–১১ আসনে এ কে এম রহমতুল্লাহর স্থলে মোহাম্মদ ওয়াকিল উদ্দিন, ৫০. ঢাকা–১৩ আসনে সাদেক খানের জায়গায় জাহাঙ্গীর কবির নানক, ৫১. ঢাকা–১৪ আসনে আগা খান মিন্টুর জায়গায় মাইনুল হোসেন খান, ৫২. গাজীপুর–৩ আসনে ইকবাল হোসেন সবুজের জায়গায় রুমানা আলী, ৫৩. নরসিংদী–৩ আসনে জহিরুল হক ভূঁইয়া মোহনের জায়গায় ফজলে রাব্বি খান, ৫৪. ফরিদপুর–১ মঞ্জুর হোসেন বুলবুলের জায়গায় আবদুর রহমান, ৫৫. ফরিদপুর–৩ আসনে খন্দকার মোশাররফ হোসেনের জায়গায় শামীম হক, ৫৬. সুনামগঞ্জ–১ আসনে মোয়াজ্জেম হোসেন রতনের জায়গায় রনজিত চন্দ্র সরকার, ৫৭. সুনামগঞ্জ–২ আসনে জয়া সেনগুপ্তের জায়গায় চৌধুরী আবদুল্লাহ আল মাহমুদ, ৫৮. সিলেট–৫ আসনে হাফিজ আহমেদ মজুমদারের জায়গায় মাসুক উদ্দিন আহমদ, ৫৯. মৌলভীবাজার–৩ আসনে নেছার আহমদের জায়গায় মোহাম্মদ জিল্লুর রহমান, ৬০. হবিগঞ্জ–১ আসনে গাজী মোহাম্মদ শাহনেওয়াজের জায়গায় ডা. মো. মুশফিক হুসেন চৌধুরী, ৬১. হবিগঞ্জ–২ আসনে আবদুল মজিদ খানের বদলে ময়েজ উদ্দিন শরীফ, ৬২. ব্রাহ্মণবাড়িয়া–৫ আসনে এবাদুল করিম বুলবুলের জায়গায় ফয়জুর রহমান, ৬৩. কুমিল্লা–১ আসনে মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়ার জায়গায় আবদুস সবুর, ৬৪. কুমিল্লা–৮ আসনে নাছিমুল আলম চৌধুরীর জায়গায় আবু জাফর মোহাম্মদ শফি উদ্দিন, ৬৫. চাঁদপুর–১ আসনে মহিউদ্দীন খান আলমগীরের জায়গায় সেলিম মাহমুদ, ৬৬. চাঁদপুর–২ আসনে নুরুল আমিন রুহুলের জায়গায় মোফাজ্জল হোসেন চৌধুরী, ৬৭. নোয়াখালী–৬ আসনে বেগম আয়েশা ফেরদাউসের জায়গায় মোহাম্মদ আলী, ৬৮. চট্টগ্রাম–১ আসনে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জায়গায় মাহাবুব উর রহমান, ৬৯. চট্টগ্রাম–৪ আসনে দিদারুল আলমের জায়গায় এস এম আল মামুন, ৭০. চট্টগ্রাম–১২ আসনে সামশুল হক চৌধুরীর জায়গায় মোতাহেরুল ইসলাম চৌধুরী এবং ৭১. কক্সবাজার–১ আসনে জাফর আলমের জায়গায় সালাহ উদ্দিন আহমদ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
© সর্বসত্ব সংরক্ষিত 2023 WorldVoice24 || All Rights Reserved.