“প্রেসক্লাব রূপদিয়া”র সভাপতি সাংবাদিক রবিউল খানের গলার চিস্ট/টিউমার অপারেশন সম্পন্ন হয়েছে।
জানা গেছে- গত ৭ আগস্ট শনিবার সন্ধ্যা রাতে যশোরের অসীম ডায়গানস্টিক সেন্টার নামের একটি বেসরকারি ক্লিনিকে সাংবাদিক রবিউল খানের গলার চিস্ট/টিউমার’টি অস্ত্রোপচার করেন (সার্জারি বিশেষজ্ঞ) ডাক্তার সাইদুর রহমান। বর্তমানে তার অধিনে নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে রবিউল খান।
দ্রুত সুস্থতা কামনা করে সকলের কাছে দোয়া চেয়েছেন রবিউল খান। এদিকে সাংবাদিক রবিউল খানের আশুসুস্থতা কামনা করেন প্রেসক্লাব রূপদিয়ার উপদেষ্টা সিনিয়র সাংবাদিক আলমগীর কবির, সহ-সভাপতি মাস্টার এসএম আকতারুজ্জামান, সাধারণ সম্পাদক রাসেল মাহমুদ, যুগ্ন-সম্পাদক মহিউদ্দীন সানি, সাংগঠনিক সম্পাদক মাস্টার কামরুজ্জামান নয়ন, অর্থ-বিষয়ক সম্পাদক শাহীন আলম, প্রচার সম্পাদক ইমরান খান, সদস্য রিয়াজউদ্দিন তুহিন, আজিম বিশ্বাস, আব্দুল মজিদ, আজিজুর রহমান, আল-আমীন হোসেন।