রাশেদ আলী।।
১৯৭৫ সালের ১৫ আগস্ট স্বাধীনতার মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আন্তর্জাতিক ষড়যন্ত্রের মদদে কিছু পাকিস্তানি এজেন্ট উশৃঙ্খল সেনাবাহিনীর সদস্য বঙ্গবন্ধু সহ পরিবারের সদস্যদের রাতের আঁধারে নির্মম ভাবে হত্যা করেছিলো। সেই বিভীষিকাময় দিনটি স্বরণ করে যশোরের মনিরামপুর উপজেলার ঝাঁপা ইউনিয়ন যুবলীগের উদ্যোগে ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মাষ্টার কামাল হোসেনের পরিচালনায়, রাজগঞ্জ শহীদ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে শোকসভা ও দোয়া অনুষ্ঠান হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনা করেন পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য। বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন মনিরামপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি পৌর মেয়র কাজী মাহমুদুল হাসান। এছাড়াও বক্তব্য রাখেন অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল হক মন্টু, রাজগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল লতিফ, ইউনিয়ন যুবলীগ সভাপতি সোহেল রানা, প্রভাষক মিজানুর রহমান, আয়োজিত শোকসভায় অন্যানের মধ্য আরো উপস্থিত ছিলেন শিমুল হোসেন, রনি বিশ্বাস, জনি হোসেন, ইব্রাহিম, শিমুল বিশ্বাস সহ অত্র ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।