নিজস্ব প্রতিবেদক।। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোকদিবস উপলক্ষে যশোর সদরের ১৩ নং কচুয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে শোকসভা ও দোয়া-মাহফিল অনুৃষ্ঠিত হয়েছে।
শোকসভায় যশোর সদর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব কাজী নাবিল আহমেদের পক্ষে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন যশোর সদর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল।
যশোর সদর উপজেলা ছাত্রলীগের সদস্য মোঃ ইমরান আলীর সঞ্চালনায়, কচুয়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী চিত্রনায়ক শাহের খানের সভাপতিত্বে অন্যানের মধ্যে আরো উপস্থিত ছিলেন- যশোর জেলা যুব-মহিলা লীগের সভাপতি মঞ্জুন্নাহার নাজনিন সোনালী, লেবুতলা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আলিমুজ্জামান মিলন, সদর উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ওয়াহিদুজ্জামান বাবলু, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আবু সিদ্দিক, বর্তমান যুগ্ম-আহবায়ক মাজহারুল ইসলাম, চাচড়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী সেলিম রেজা পান্নু, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জাহিদ, যুগ্ম-সাধারণ সম্পাদক আহসানুল করিম রহমান, বর্তমান সহ-সভাপতি রুহুল কুদ্দুস, শহর মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি তসিকুর রহমান রাসেল, কচুয়া ইউনিয়ন যুবলীগের আহ্বয়ক ইশারত আলী, যুগ্ম-আহ্বয়ক ওহিদুল ইসলাম সহ ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মী।