রাসেল মাহমুদ।। তথ্য প্রযুক্তির উৎকর্ষতায় কাজ নেই ডাক বিভাগের। গ্রামীণ পোস্ট অফিস গুলোকে ডিজিটালের আওতায় আনার দাবি। তথ্য প্রযুক্তির উৎকর্ষতায় কাজ নেই ডাক বিভাগের। তাই এখানে কর্মরতরা এক প্রকার অলস সময় পার করছে। এর ফলে শত শত বছরের ঐতিহ্য হারাতে বসেছে সরকারের গুরুত্বপূর্ণ এই প্রতিষ্ঠান’টি। তবে সরকারের ঐকান্তিক প্রচেষ্টায় বাংলাদেশের অনেক পোস্ট অফিস’ই এখন ডিজিটাল ই-পোস্ট অফিস পরিণত করেছে। এখান থেকে নাগরিকরা ইমেইল, কম্পিউটার প্রশিক্ষণ সহ সকল ডিজিটাল সুবিধা গ্রহণ করতে পারবে। তবে এই খাত থেকে উপার্জিত অর্থ যৎসামান্য সরকারের কোষাগারে জমা হলেও সিংহভাগ অর্থ পকেটস্থ করছেন পোস্ট অফিস বা ডাকঘরে কর্মকর্তারা। এছাড়াও নানা অনিয়ম মাথায় নিয়ে চলছে অধিকাংশ পোস্ট অফিস। যদিও গ্রাম পর্যায়ের অধিকাংশ পোস্ট অফিস বা ডাকঘর ডিজিটালের আওতায় এখনো আনা হয়নি। আবার এই বিভাগের কর্মকর্তা-কর্মচারীরাই সবথেকে বেশি মানবতার জীবনযাপন করছেন। জানা যায় সম্প্রতি সরকার পোস্ট অফিস গুলোতে দুইটি করে ল্যাপটপ প্রিন্টার স্ক্যানার মডেমসহ আধুনিক যন্ত্রপাতি সরবরাহ করেছে। ডিজিটাল পদ্ধতির আওতায় আনা হয়েছে দেশের অনেক ডাকঘর কে। এখান থেকে সেই অঞ্চলের মানুষ ইন্টারনেট ব্যবহার করে উপকৃত হচ্ছেন। দূর-দূরান্তে পরিবার-পরিজন আত্মীয়-স্বজন কিংবা মনের মানুষের কথার ভাষা গুলো এ প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছাতে জনগণ’কে আর বেশী দুর্ভোগ পোহাতে হচ্ছে না। বর্তমান মোবাইল ফোন কম্পিউটার আর ইন্টারনেট সারা বিশ্বকে মানুষের হাতের মুঠোয় এনে দিয়েছে। যে কারণে শত শত বছর ধরে ঐতিহ্যবাহী সরকারি এই প্রতিষ্ঠান পোস্ট অফিসের উল্লেখযোগ্য কোনো কার্যক্রম তেমন নেই বল্লেই চলে। তাই এখন আর চোখে পড়ে না ডাকবে ওকে নিয়ে যেত কর্মকর্তা-কর্মচারীদের কর্মতৎপরতা। হাতে গোনা দুই একটি সরকারি কাজ ছাড়া তেমন কোনো কার্যক্রম না থাকায় পোস্ট অফিস গুলো কর্মকর্তারা অলস সময় পার করছেন। সরজমিনে যশোর সদর উপজেলার শাখারীগাতী নরেন্দ্রপুর রূপদিয়া কচুয়া সহ পার্শ্ববর্তী এলাকার পোস্ট অফিস ঘুরে কর্মরতদের সাথে আলাপ করে এই তথ্য জানা গেছে। অনেক প্রস মাস্টার জানান ইন্টারনেট আর অনলাইনে দুনিয়ায় পুরাতন পদ্ধতি কোন জায়গা নেই তাই তেমন কর্মব্যস্ততা উনি বহুদিন ধরে যেন মৃত অবস্থায় পড়ে রয়েছে সামান্য কিছু সরকারি কাজ ছাড়া আগের মতো চিঠিপত্রের আদান-প্রদান নেই বললেই চলে যে কারণে অত্যন্ত নাজুক অবস্থায় পতিত হয়েছে এলাকার প্রায় সবকটি পোস্ট অফিস। ভাঙ্গাচুরা ও জরাজীর্ণ অবস্থায় গিয়ে ঠেকেছে অধিকাংশ অফিস রুম গুলো পোস্ট অফিসের বেহাল দশার পাশাপাশি ভালো নেই সবার সুখ-দুঃখের সংবাদ পৌঁছে দেয়া সেই চিরচেনা ডাক বিভাগের কর্মরত ডাকপিয়ন ও পোস্টমাস্টারদের।